অনেক সময় কবিতা পায়। চিবিয়ে খেতে ইচ্ছে করে। কিন্তু তখন বুঝতে পারি আমার দাঁত নেই। কবিতা খাওয়া যায়!! হ্যাঁ কবিতা খাওয়া যায়। কবিতা লিখে পাঠককে খাওয়ানো যায়। যে পারে সে পারে। যে পারে না, সে পারে না। আমি কবিতা ঠিক খাওয়াতে পারি না। তাই সবাই বলতে থাকে, লেখা বন্ধ করুন। লেখা লিখতে হবে না। আর সেখান থেকেই রাগ আসে। সেখান থেকে কবিতা আসে। সেখান থেকে নতুন করে ভাবনা আসে। সেখান থেকে এমন কবিতা আসে যা তুমিও লিখবে, আমিও লিখব।
এই জেদ থেকে ভুল, ভুল থেকে ঠিকের পথ। এই পথ ধরে এগিয়ে চলাই জীবন। ভুল বানানগুলো তাই ভুল থাক। সেটাই তো কবিতা। হতেও পারে সেই ভুল বানান একদিন ঠিক বলে বিবেচ্য হবে। কবিতা, সাহিত্যে সবই সম্ভাবনাময়। কবিতা এক চেতনা। সেই চেতনার শেষে অনবদ্য এক জীবন। জীবনের ঐশ্বরিক এক ভাবনায় বেঁচে থাকে মানুষ, মানুষের মতো কিছু প্রাণ। যাদের আমি জানাই সেলাম।