কবিতার সাথে লুকিয়ে থাকে ঐশ্বর্য। লুকিয়ে থাকে নাগরিক দিন থেকে গ্রাম। বৃষ্টি-রোদ-শরতের শিউলি-হেমন্ত ও শীত। তবে কবিতা বেঁচে থাকে মানুষের মননে। তাই সে মেলা বই, না-মেলার ডায়েরি, ফেবু পোস্টে জায়গা করে নেয়। কারণ এটাই পুরস্কার। কবিতা বেরিয়ে আসে তার সময়ে ঐশ্বর্য নিয়ে। কবিতা সব বলে দেয়। নিভৃত গোপনে। কারণ কবিতা জানে জীবন আসলে কী...
কবিতা জানে বলেই ভোলা মন.... বলে আজও কাঁদতে ইচ্ছে করে, বৈরাগী হতে ইচ্ছে করে। কবিতা অনন্ত পথের দিশাময় এক ঐশ্বর্য। কবিতা বেঁচে থাকার রসসিক্ত এক অনুভূতি। কবিতা লুকিয়ে থাকা ভ্রূণে শিশুর জন্ম। কবিতা এগিয়ে চলা, এগিয়ে যাওয়া। অসমাপ্ত পথের দিশা কবিতা।
আমার জীবন থেমে গেছিল অনেক কাল আগেই। তখন থেকে বেঁচে থাকার অনুভূতিগুলো মৃত। তবু কবিতা আমায় লিখতে হয়। অসমাপ্ত আত্মা যে বলতে চায়। নাই বা পেলাম খ্যাতি। কি হবে ওসব টাকার জোড় দেখিয়ে। শুধু কবিতা লেখার আনন্দে কবিতা লিখে যাই। ভালবেসে। ভালবাসায়। পথ চলি।