যারা বিমূর্ত কথা বলতে ভালবাসে তারা আর যাইহোক সাহিত্য চর্চা করে তার নিজ ভাষায়। তবে ভাষা যদি মূর্ত হয়, সমাজের-পাঠকের বুঝতে সুবিধা হয়। এগিয়ে চলে সমাজ। এগিয়ে চলে বোহেমিয়ান থেকে গৃহস্থ ভালবাসা। এগিয়ে চলে না বলা কথা, এগিয়ে চলে জীর্ণ যত ব্যথা। আমরা আমাদের মতো তাই কবিতা লিখি। অনেক কবিতা পড়তে হবে। অনেক না জানাদের জানতে হবে। অনেক ইতিহাস অজানা বলেই জানার পথে কবিতার সাথে দেখা হবেই।
চুড়ান্ত সব মূর্ত ছবিরা লেখ্য হবে। কবিতার ছন্দ পাবে। অন্তমিল নাও থাকতে পারে। তবে হলে মন্দ হয় না। আবৃত্তির সুবিধা থাকে মূর্ত সরল ভাবনায়। তাই তো রবীন্দ্রসাহিত্য আজও প্রাসঙ্গিক। আমরা এগিয়ে চলি কবি হওয়ার পথে, কিন্তু দিকদর্শনকারীকে ভুলে যাই। কেন যাই জানেন। কারণ আমরা চুড়ান্ত কৃতিত্ব চাই। আমরা বুঝি না কোথায় পুরাণ, কোথায় সমতুল্য হিসেব। আমরা এগিয়ে যাই। আমরা বলতে চাই সব কথা বাকিটা নীরবতা।
তাই কবিতা আসুক। মূর্ত কথা আসুক। বুঝতে হবে। বোঝাতেও হবে। দায়িত্ব আমাদের। বর্তমানে যা ঘটছে সেই পথ ধরেই কবিতা আসুক। তবেই সৃষ্টি হবে নতুন সকাল। তবেই কবিতার জয় হবে বাংলা ভাষায়। বাংলা ভাষার বড় দুর্দিন। একটু বুঝতে শিখুন, বলতে শিখুন। বাঁচতে শিখুন।