কে যে সত্য সংস্কৃতির জন্ম দ্যায় তার উত্তর কবিতার কাছে নেই। একটি কান্নার থেকে কবিতা জন্মাতে পারে। একটি আনন্দ উদযাপনে কবিতা আসতে পারে। আজ খুশির ঈদ। আজ সৌভ্রাতৃত্বের দিবস। কিন্তু যাদের ঘরের মানুষরা ফিরল না, ফিরবে না...তারাও পালন করবে উৎসব!! এই প্রশ্ন থেকেই কবিতার জন্ম হতে পারে।
কবিতা তো গভীর গহনের দুঃখ। না বলতে পারা কথার প্রতিবাদ। কবিতা তো বেঁচে থাকার শপথ। কবিতা তো বাঁচিয়ে রাখার অশ্রুকণা। কবিতা তো আকাশের দিগন্তদের ছুঁয়ে ফিরে আসা। পালিয়ে যাওয়া নয়। কবিতা অবিনশ্বর। যদি এই সার্ভার থাকে, তবে এই বাংলা কবিতারা রয়ে যাবে। যুগ-যুগান্ত। জন্ম নেবে নতুন সব হীরের আংটি। জন্ম নেবে কবিতার খনি। কবিতা এগিয়ে যাবে সেই সব নিয়ে ভবিষ্যতে। কবিতার জন্য দাঁড়িয়ে থেকো না। নিজেও লিখতে থাকো। দেখবে কবিতা একদিন তোমার আত্মাকে খুঁজে নেবে। কবি হতে চেয়ো না, কবিতা লিখতে চাও। বাকিটা আল্লা, ঈশ্বর, ভগবান...মিলিয়ে দেবে, যে শান্তির মধ্যে তুমি বিলীন হতে চাও।