কবিতা এভাবেই আসে। যখন জীবন বলতে শেখায়। কবিতা তো জীবনের ভাবনা। জীবনের অঙ্গ। মৃত্যুর পর অঙ্গ দান। অঙ্গ তো কবিতার মতো। প্রভাবিত চেতনাই তো কবিতা। সেবা করার ইচ্ছাই কবিতা। পানি, জল, ওয়াটার যাই বলি না কেন মানবতার থেকে বড় কবিতা পৃথিবীতে নেই। অনেকে আমার লেখা বোঝেন না। তা হতে পারে। কিন্তু আমি তাদেরও বোঝাতে চাই। কবিতা যদি ধর্ম হয়, সেবা ও দান তারই অঙ্গ। পৃথিবীর সব ধর্মে এই দানের মতো সরল সত্য লেখা রয়েছে। সেটাই তো সত্য কবিতা। এই যে আমি আমার মেধা অভিজ্ঞতা ভাগ করছি। এটাও তো আসলে কবিতার অংশ। মানুষের খিদে পায়, আমার পায় কবিতা। তাই কবিতা জীবনের অঙ্গ। জানি ভাল কবিতা লিখতে জানি না, মনে কথা শুনে লিখি তবু সে লেখাও যে কবিতা। এই যারা আমায় গালি দ্যান তারাও তো আসলে কবিতা বলেন। মনের অশ্রু আমাদের চেতনা। কবিতা সেই চেতনার মূল অংশ। কবিতাই তা বলি, রোজ বলি, দান করো জীবন। বিদ্ধ করো সাহিত্য চেতনায়, ঋদ্ধ হবে সমগ্র জীবন। পূর্ণতা পাবে কবিতা। সেই শেষ কবিতা, আসল কবিতার জন্য আমার অনন্ত অপেক্ষা।