পাঁচালীর পথ বেয়ে চারুলতার আঁচলে আগুন্তক চিন্তা
মন চলে যায় সোনার সেই কেল্লা ঘেরা ফেলুমিত্তির মিথটা...
সন্দেশের সেই প্রফেসর শঙ্কু কিভাবে বিজ্ঞানের সাথী
আজও আমি সত্যজিতের চেতনায় পথ হাটি।

সেই লেখনীর মুন্সিয়ানা, গভীর এক মায়াময় টান
ক্যানভাসের ফুটে ওঠা ছবি, কার্টুন অন্তহীন গান,
গাইন ও বাইনের রাজাকে কুপোকাত, যুদ্ধ বন্ধ
প্রতিটি বাঙালীর কাছে তুমি চির নতুনের গন্ধ।

আমার ফ্রেমে কত রকমের নস্টালজিয়া আসে
স্বপ্নের পথে কেউ কাট বলে, তিন কন্যা ভালবাসে,
রবীন্দ্র তথ্যচিত্র, আর কুয়াশা ঘেরা কাঞ্চনজঙ্ঘা
পান্ডুলিপিগুলো হারিয়ে যাচ্ছে, রয়েছে শঙ্কা।

সত্যজিৎ বলেই আমার গর্ব জাগে আবার
জন্ম মন ঘিরে স্মৃতি অবিরাম অবকাশে সবার...