আমাকে নিয়ে লিখেছ
দীর্ঘ সময় পর আলাপ হয়েছে আবার
কেটেছে দীর্ঘতম আবেশ
তবে বদলে গেছে অনেকটাই
বদলে যেতে হয় আবেগময়তার নীড়।
ধীরে ধীরে কেমন করে যেন সব পাল্টে যায়
কি যেন একটা, সবটুকু কুড়ে কুড়ে খায়।
আসতে আসতে সবটুকু কেমন যেন লাগে
কিভাবে মনটা আজও আমার জাগে।

বসে থাকি প্রকৃতির পাশে একাকী নির্জনে, একাকী
শুধু তোমার অনুরণন, তোমার ছান্দসিক মনময়তা নিয়ে চিরটাকাল।