যুদ্ধ থেমেছে, যুদ্ধ থেমেছে আজ রাতে,
স্বপ্ন জেগেছে আমার মনে – তোমার প্রভাতে,
প্রচন্ড আত্মানুভূতির শিখর সন্ধ্যায়
মায়াময় প্রচন্ড বাসনা ধারায়,
সিক্ত যৌবন চুম্বন জেগে ওঠে পোর খাওয়া
শেষের বয়সে।
তবু মন জাগে আদি অকৃত্রিম প্রাচুর্য্যের যৌবন হরষে।
ছুটে চলা প্রাণ, প্রাণ খেলার অভিমান, হায়
সমস্ত সুতীব্র যন্ত্রণা মাত্রা মুক্তো হতে চায়।
যমুনা ধারায়, স্নেহ লগ্ন চরিতার্থ প্রেমে
পরিমন্ডল বিষ বছরের পূর্বে দিবস রজনী, সেই ফ্রেমে
ছুটে চলা অভিসারী আত্মতৃপ্তিহীন সন্ধ্যায়
ফুটন্ত কাশ, শিউলি দেবী আগমন মনে হয়।
ধৈর্য পরিমন্ডল মিশে যাওয়া সময় সাগর
পৃথিবী তোমার বুকে করুক জাহাজ নোঙর,
একরাশ নীলাভ ভালবাসায়, লাল নীল স্বপ্নে
আর বিশ্বের স্বপ্ন প্রেমে।