আমি একান্নবর্তী পরিবারের হাড়ি আলাদা হতে দেখেছি
একাই হেঁটেছি অসহ্য যন্ত্রণার ভিতরের গলিপথে
সমুদ্র পাহাড় জঙ্গল শান্তি দিতে পারেনি সেই ক্ষণের
তাই স্মৃতি লিখেছি পারিবারিক কথার কাব্য দিনে
পরিবার আমার ডিএনএ, আমার পেশাাদারিত্ব পেরিয়ে
আমায় বর্ষাকরবী দিয়ে যায় রোজ- হৃদয়...
তোমরা সকলে দুর্গা পুজোর নাটমন্দিরে একদিন মিলিত হবেই
শিউলিকরবী ছড়িয়ে দেব তোমাদের মনে
বন্ডিংয়ের ম্যাজিকটা ফিল তোমরা করবেই...