একটা কালো ব্যাগে অনেকগুলো কাপ ভরেছি।
এগিয়ে চলেছি চূড়া পাহাড়ের ঝর্ণার দিকে...
তুমি তখনও দুর্গারূপিনী হয়ে ওঠোনি। আসলে গ্রাম্য নও...
খুবই শহুরে হয়ে উঠতে চাইছো। রোজ। কাপগুলো সামলে
আমি উঠতে চাইলাম পাহাড়ে।


পাহাড়টা তোমার মুখ হয়ে গেল – মন।
তোমার ঠোঁট হয়ে উঠল নদী...
আমি আর শুনতে পাচ্ছি না কিছুই
তুমি আবৃত্তি করছ হাত নেড়ে...
আমি মিশে যাচ্ছি তোমার শরীরি কাব্যে