অনেক বারণ শুনেছি অনেক বারণ
এবার আমি পাখি হব।
বরফ চাই, নদী চাই, মাছ চাই।
ব্যস তারপর হায়না – আমাকে যদি খায়
খাক।


স্বাধীন ভাবে উড়তে চাই মানুষ
তোমরা স্ট্যাটেসের লোভে আমাকে উড়তে দিলে না।
আমি নীরব। কিন্তু সরব।
আমি পাখি রূপি মানুষ। একবার তো ডিম থেকে বাচ্চা হবেই।
সেই বাচ্চারাই তোমাদের শেখাবে কবিতা লিখতে...