(১)
বিশ্বাস করো আমি যখন স্টেজে এসে দাঁড়াই
সমস্ত শরীর জুড়ে তোমার শিহরণ অনুভব করি।
খোলোশ ছেড়ে শুয়ো একদিন প্রজাপতি হয়েছিল
আমি এত কঠিন বুঝি না বলেই রবি ঠাকুরে মরি।
আমার নিজের ঠাকুর বলতে কেবল আমার মা-বাবা
পেরিয়ে এসেছি প্রাচীনতা, এখন ফিউশনের তকমা,
তবু রবি-নজরুল সন্ধ্যা বাঙালি পালন করে জমিয়ে
কবিতা পাঠ তো আবৃত্তি নয়, কে দেবে তার উপমা...
(২)
মিলের অন্ত নেই ঢেউ থেকে জমে থাকা বরফ পাহাড়
খেতে পায় না অনেকটা ভারত দুই বেলা সঠিক আহার,
আমি স্টেজে উঠি আবৃত্তির ডাকে, রবি মিথ ও গানে
আমি নিজেই জানি না, সূর্যদয় কেন আমায় এতটা টানে...


আমি নিজেই জানি না - তোমার মনফুল কতটা দামী
আসলে সময়ে এগিয়ে থাকাকেই করে খালি বদনামী
আমিও তালহীন অপদার্থ ঘুমালাম অনেক দিন পর
তোমার আবৃত্তির শেষে দেখবে রবি-আমি জাতিস্বর।
ক্লিশে শব্দরা মাস্তুলহীন ভাঙা টাইটানিকের সুর
কুদরাত জানে তোমার জন্য হয়েছি যে ফতুর...
না চিজ কো তুম একবার ইতবার কারকে দেখো
না চিজ কো তুম একবার ইতবার কারকে দেখো
আজন্মকাল পাগলপ্রেমিক একটাই ছিল, মনে রেখো...