জঙ্গীরা যখন হানা দিচ্ছে ম্যাঞ্চেস্টার
আমি তখন বালিচরে ঝিনুকের সাথে কথায় মত্ত।
যখন পুলিশ রক্তাক্ত করছে কমরেডদের
ভেসে গেছি আমি দূর ঢেউয়ের মাস্তুলে।
আকাশের সূর্য তখন আমার ঠোঁটকে
ওআরএস-এর লোভ দেখাচ্ছে।


বিশ্বাস করো আমার শরীর জুড়ে তখন ব্যথা।


ফুটবল খেলে লিগামেন্টে লাগা হাঁটুতে ঢেউটা লাগল
চিৎকার করে উঠলাম চিত সাঁতারে শব হয়ে
শঙ্খচিলটা দেখল, নামল না,
আসলে আমি তো জীবিত লাশ। সূর্য নোনতা করো


চাঁদের চুল্লী এই বালিয়াড়িতে নেই...