লম্বা রঙিন নখে যখন স্পর্শ করো
মনে হয় পলি পড়া ব্যর্থ নদীতে আঁচড় দিলে
মাঝ নদীতে যেমন ভাসিয়ে রাখি জীবন
নখের ছোঁয়ায় সেই নোঙরকে মনে করায়...
নীল নখ...স্নিগ্ধ স্পর্শ...গরম লাগছে কেন
তুমি তো স্রোতের মাঝে ভাসতে শিখছ
আমি ভেসে চলি, ভাসমান ঠোঁটের সীমান্তে
চোখে ঘুম, আড়ষ্ট জিভ তোমাকে চায়
কারণ তোমার মনে নোঙর করেছি
আজীবন...অলৌকিক মায়া নিয়ে
তুমি বুঝেছ বলেই আমায় স্পর্শ করবেই ঠিক
আবার আচড় দেবে আদুরে চাহুনিতে
গরমের ঘাম বুঝতে শিখবে, কে কতটা আপন
আমার ইচ্ছারা নোঙরের পাখা পেলো
তোমার শরীরের পঞ্চ ভূতে লীন হলাম
মিশলাম আত্মায়, সত্যি আমার ঘটে কিছু নেই
বুদ্ধি থাকলে ভূত ভবিষ্যৎ না ভেবে
ঐ নখে লালা মাখাতাম পলিমাটির মতো...