মানুষের রকমফের আছে, নোঙরেরও আছে
ঐ যেমন তুমি বারবার ফিরে আসো কবিতায়...
কবিতাই নোঙর হয়ে ওঠে, যান্ত্রিক চুমুর যুগে
যে মেয়েটির ছবি বডি ম্যাসাজের পোস্টারে
সেও টাকার জন্য নোঙর করেছে যৌনতায়,
আসলে বিসর্জনের ইচ্ছামতীতে লেগেছে
দেশ ভাগের অমর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্তরা
ভূতের মতো নোঙর করছে মেঘ বুকের লোমে
তুমিও সূচের ভয়ে মৃত্যুকে তাচ্ছিল্য করছ রোজ
আঠারো বছর বয়স ভয়ংকর, হয় স্বপ্ন নয় মৃত্যু
সেই স্বপ্নে নোঙর করতে পারলে তুমিও অজেয়
এসো আজ ভুল কবিতার নৌকাডুবি কামনা করি
সবাই তো ঘাটে ফিরতে পারে না রোজের মতো...