আর স্বপ্ন কথা নয়, প্রকৃতি চলে নিজের মতো
যৌনতায় ভুলেছিস তুই, স্পর্শে দু’জনেরই যে ক্ষত


আজও ফিরে আয়, ছুঁয়ে দেখ আমার শরীর তুই
কথা দিয়েছিলি ভালইবাসিস, একসাথে মরবই...


পালিয়েছিস ভয়ে, নেশাতুর মনে প্রচন্ড ভীত থাকে
খামচ্ছে ধর আমাকে, প্রেমে আজও শিহরণ জাগে।


আমি সুখ চাই না, আমি তো কোল চাই অহর্নিশ
তুই বেঁচে থাকতে কেন তুলে নেব ড্রাগের বিষ...


ফিরে আয় মন, ফিরে আয় জীবন্ত নীরানা হয়ে
আজও বেঁচে আছি একলা তোর ছবিটাকেই ছুঁয়ে...


তোর চোখ মরুভূমি, বলছিস তোর শরীরে সব শেষ
ছুঁয়ে দেখ কামড় আর ঠোঁট, আদুরে তুই এখনও বেশ


আমি তোর বুকেতে আছি, আমি তোর সফল আদিম
মনে পড়ে প্রথম দেখা, গাছটা সাক্ষী ছিল যে ডালিম


জোর করে চাইছি তোকে, জোর করে চাইব আরও
তোর মতো কষ্ট-কান্না-একাকিত্বে বুক জ্বলে আমারও...