চিরনিদ্রা..আমার জন্য করছে অপেক্ষা
প্রতি মৃত্যু চিনিয়ে দেয় শিক্ষানবিশ হতে
জীবন্ত আলেখ্য সম্পূর্ণ হচ্ছে দিবানিদ্রা
অসুখ করেছে ধোঁয়া আর ইঁট ভাটায়
চুল্লী জ্বলছে অনুবর্তনের মতো খেয়ালে...


ভাট বকছে নদী জল অজানা ছন্দ
অসুর বিনাশ করো তুমি নীরানা
আমার সবে মরার গন্ধ লেগেছে
মর্গের বরফে সরবতের কিনারা...
যত পারো ভেজাল খাও, প্রেমে
ভেজাল আমি প্লাস্টিকের মতো
ভালবেসে মরেছি আগেও কতবার
আবার মরব, হাতটা তো ধর
বিছানা পাশে কেউ নেই, কখনও
নীরানা আছো মনের মধ্যে সত্য
তোমার জন্য আমার কলমে
লেখা হল না হাজারটা পদ্য


গানগুলো সব স্ক্রাচে রয়ে গেল
নদী ভেসেছে তরী নিয়ে সীমানায়
আর তোমার চুলে গন্ধ শুকব না
ভুলে যাবে তুমি, ভিডিও পেলে সদ্য
তোমার হাসি গান নাচ বুকেতে থাক
তোলা ছবিরা আকাশ হোক আমার
পাঞ্জাবি আর টিপে তুমি জাগো
নীরানা সব জীবনে একমাত্র সত্য...