পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখতে চাইলাম
আকাশ কিছুটা হাসল। এগিয়ে দিল মেঘ। ভাসলাম।
এগিয়ে চললাম। উড়ন্ত এক নাবিক হয়ে ঢেউ দেখলাম।
দিগন্তরেখায় যখন বৃষ্টি নামল, আমিও মিলিয়ে গেলাম।
নিরুদিষ্ট আমার জন্য সমুদ্র আক্ষেপ করেনি আর...
শুধু নিজের কান্নাকে মুক্তো। ভাবনাকে ঝিনুক সংসার


তুমি সেই ঝিনুকের হার কিনতেই ছুটে যাও সমুদ্রের কাছে
জানবে মুক্তো তো তোমার হৃদয়ের কোটরেই গচ্ছিত আছে।