নতুন করে কী আর হবে আজ
কিসের জন্য শুভেচ্ছা ঘন চিন্তা,
ঈশ্বরী ঠোঁটে ছুঁয়ে দিলে হার্ট বিট্
ছন্দ নেই বারোমাস্যার এ দিনটা...
বোশেখ এলে প্রচন্ড গরম দুপুরে
আম খেতে হবে কাসুন্দি দিয়ে,
লিভ নয় এ জীবন থেকে এভাবে
মনবক্সের ড্রাফটে তোমারই ইয়ে।
যেখানেই যাও, যেভাবে এঞ্জয় করো
বেবি তোমার জন্য ডুড কবিতানামায়,
তোমার হাতে আমার হাতই থাকবে
গোলাপের গন্ধ লেগেছে বুকের জামায়...
যতই শুকনো ব্যাক ডেটেডকে ফেলে দাও
ফিরব আমি গাছ নয় কাঠ হয়ে রঙ পেনসিল
অবাঙালির মতো সেজো না নব-আনন্দ দিনে
অ্যাংকেলেট পরবে নাকি যতই থাক হাইহিল...