কেন জানি না তুমি এসে বসছ সামনাসামনি
আমার পায়ের পা দিয়ে আদর দিচ্ছ সঙ্গমের
আকাশের থেকে নেমে আসা পথের শিশির শিউলি
মিশে যাচ্ছে আমন ধানের সবুজ শ্যামলী ঘাসে...
তুমি কেমন করে আমার চোখের চোখ হয়ে উঠছ
আমি বুঝতে পারছি দ্রৌপদী শেষের আমি পুরুষ
পেরিয়ে আসছি মাঠের খেলা করা পায়ের কাজ
পেরিয়ে আসছি তোমার শরীরের অনন্ত সুখ।
তুমি হাসছ, আমিও হাসছি, তুমি কাঁদ... আমি কেঁদেছি


তুমি পেরিয়ে গিয়েছ নতুনের হাত ধরে
আমি কালো সাদা ছবি হয়েছি। তোমারই মনে


ভালবাসা মানেই ত্যাগের ধুপ জ্বালা, ফুলের মৃত্যুমালা
জীবন তো লুকিয়ে আছে হাসি-ঝগড়ার কালো চুলে...