কুয়াশা এসে দাঁড়ায় ঘুমন্ত ঘোড়ার সামনে।
চুলহীন একই পরিচয়ে
অপেক্ষা করি আরও সুন্দর হবো ভেবে।

গাড়ির দুরন্ত গতি আর স্বপ্ন
জেগে ওঠে শারদ কাশের মোলায়েম স্পর্শে।

এক আকাশ খরচ চিন্তা নিয়ে বাস্তবে ফিরলে
দেখি বাংলা ভাষা ফেসবুককে পুজো করছে
বিদ্যাসাগর নামটি ভুলে।