মুখোশের কীটগুলো তোমার মুখের রঙে
বলিরেখাময় মূর্তি আঁকছে।
মানুষ হতে পারেনি মূর্তি, তাই মা-বাবাও
তাচ্ছিল্য করেছে রোজ।
কোটি বার মন্দির মসজিদ গেলে হবে না
মুখোশ-মূর্তি-মেকআপ।
একবার আয়নায় সামনে উলঙ্গ কর বিবেক
নিজের আত্মাকে খুঁজে পাবে।


শুদ্ধ করো আত্মা। আত্মাই তোমায় ক্ষমা করবে।
ব্যবসা মানসিকতায় কিছুই পাবে না।
শান্তির জন্য প্রয়োজন স্বার্থহীন ভালবাসার...
পেয়েছো...ভালবাসা...যৌনতাই সব নয়
মুখোশে রেখে দাও যৌবন সুখ, আসল সুখ নমস্কারে
একবার মা-বাবাকে নমস্কার করো
মাথা নত করতেও জানতে হয়, মেকি মুখোশ...