কেমন আছো লৌহমানব নদীর জলে ভেসে
অনেক বছরে কেউ তোমায় পাখি হতে বলেনি,
বলেনি নাট্য আলোয় একবার হও আলেকজান্ডার
ঘোড়ার গায়ে পালক লাগিয়ে গলা লোহার চুল্লীতে
এসো মিশে যাই হারানো শহরে, হারানো আফ্রিকায়
শিকলের ভিতর ছেলেমানুষী হাসি এক আকাশ
কোনও দিন তোমায় আলাদা করে কাঁদতে বলেনি
শুধু ডুবে যেতে যেতে হাত ছুঁতে চাইছে মায়ের আঁচল
গন্ধ লেগে আছে তুলসীমঞ্চের...সেই পোষা কচ্ছপ বাঁচা
অন্যের বুকেতে খুঁজে পাওয়া নিজের ইতিকথাই দস্তুর
এবার তাই ভাল সময় ভাবতে ভাবতে উঠব এসি বাসে
আরও দুই বছর, চাকরি করতেই হবে তারপর স্বপ্নপাখি
বাজে শব্দের রুচী পেরিয়ে মোমবাতি দিনে পাবে সফলতা
অযাচিত কঠিন শব্দ চাই না আর, লৌহমানবের ক্ষত চাই
পুড়তে থাকা বুকের রিব তোমায় দেখাতে পারি, সবটা লোহা
আমি শক্ত হয়ে উঠেছি সাহিত্য শব্দে, সেই ছোট্টটি থেকে
আমাকে ফিরতেই হবে ভালবাসায়, সেই চা বাগানের মেয়েটি
আমার বুকে আজও শীতলতা চায়, পুরোনো বইয়ের গন্ধ দিনে
এসো হাতটা ধরলেই আমার পরিবার দেখতে পাবে-বিশ্বসংসারে