লখিন্দরদের কথা কেউ সেভাবে লেখে না।
কে মনে রাখে মৃত প্রাণের সঞ্জীবনী তো মোহ
আসলে পুজো চায় সমাজের দেবতা-দেবীরা।
আচ্ছে দিনের সংকল্পে বোধিবৃক্ষে জন্মায় পিপাষা
তুমিও সোমবারের অফিস যাওয়ার ভিড়ে
ভুলেই যাও সাহিত্যের পাতায় এক পুরুষও ছিল।
বাসে উঠে বলতেই পারো এটা জেনারেল সিট।
কিন্তু পুরুষকে সেই অধিকার দেয়নি সমাজ।
নারীদের সম্মান দিতেই হবে, তা যতই দোষ করুক
এভাবেই লখিন্দররা মরেও বেঁচে থাকে
লখিন্দররা বেচে দেওয়া সমাজে একাই কাঁদে।