তুমি চলে আসো আমার কাছে।
কেন, কিভাবে, কখন সেটা খিচুড়ি বলবে
আজ তুমি আমার ইলিশ স্বাধীনতা।
দেশের পঞ্চাশকোটি মানুষ জলে ভিজে যাচ্ছে
আর আমি ল্যাদ খেতে খেতে
জীবনের মজাকে আরও মজা করে তুলছি।
ল্যাদের জীবনে আমি স্বর্গ পেয়েছি
তাই তোমার ঠোঁটের উষ্ণতায় ভেসেছি।
আরে তোমাকে ভালবাসতে প্রেম লাগে না
তুমি আমার শরীরে বেঁচে থাকা তুমি...
তুমি আমার নারী যখন আমি পুরুষ
তুমি আমার পুরুষ যখন আমি নারী


এত বুঝতে হবে না। চলে এসো।
ভেজা চুলে চলে এসো।
বাকিটা আমি জড়িয়ে ঘুমু দিনে বুঝে নেব।


বলছি তো আজ রবি নয় আজ সোম।
সোমবার নয় রে পাগলি আজ আমি সোমাদ্রি...তোর সোম
শুধুই তোর