আমার শরীরে শরীর নেই
রয়েছে আজন্ম এক ঋদ্ধতা।
তুমি সিঁদুর-বিধবা কিছু নও
তুমি আমার আত্মাজন্মের ভ্রূণ
অফুরান এক বৃষ্টিমেঘ
ভাসিয়ে দিচ্ছে লাল ঠোঁটে।
তোমার সহস্র আবদার
প্রবাহিত হচ্ছে নদীপথে,
একদিন তুমিও বুঝতে পারবে
কেন আমি ভবিষ্যতের আয়ু-
আজ হাতে তুলে নিয়েছিলাম,


কারণ দেশটা কর্কটক্রান্তির।
কর্কটচক্ষু তোমায় বুঝবে না
আমি তোমায় বুঝি
কারণ
আমিও বিষাক্ত – কবিতার বিষে...