রাস্তার কল দিয়ে জল বেকার নষ্ট হচ্ছে।
লাল-নীল বালতিগুলো ভরা হয়ে গেছে আগেই।
পাড়ার সকলে হেঁটে যাচ্ছে,
কেউ জলের নাম জীবন স্বীকার করতে চান না।
আসলে জীবন আমরা নিজে হাতে তৈরি করতে চাই।
নিজের ভাগ্য নিজেই গড়তে চাই। অথচ টাকা রোজগার জীবন নয়।
এটি বুঝতে টেকপ্রেমী মানুষের ধ্বংস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কোনও মানব সৃষ্ট ধর্ম বাঁচাতে পারবে না। বিশ্বাস করুন মানবতায়।


একটা ছোট্ট ছেলে, যে রোজ এই সময় মিড ডে মিল খেয়ে ফিরে
স্নান করে। বন্ধ করে দেয় কল।
সেই উলঙ্গ ছেলেটি যখন স্নান করতে করতে হাসে
তখন আমার বড্ড মনে হয়, কবিতা লিখি।
একটা হুজুগের বাজারে উলঙ্গ কবিতা লিখি...


আমি না পাড়লেও ঐ উলঙ্গ ছেলেটি কলের মুখে লাঠি গুজতে গুজতে
একদিন লিখবেই...