যারা রবার দিয়ে মুছে দেয় ধর্ষণ, ব্লু হোয়েল
তাদের জন্য চোদ্দ রাতে মদের দোকানে লাইন
পাঠার মাংসের রাং নেওয়া স্বাভাবিক...


আমি তো এই স্বাধীনতার অংশ নই
রোজ তাই স্বপ্ন দেখি স্বাধীনতা দেখব
রাস্তার দুই পাড়ে ডান ও বাম


একটা লরি চলে গেল...পিছনে লেখা মেরা ভারত মহান
আমি এসব বুঝলে ছোটবেলায় ড্রিল করতাম না
মার্চ পাস্ট করতাম না


শুরু করতাম নতুন স্বাধীনতার যুদ্ধ
শালা দেশের শিক্ষাব্যবস্থাও অলীক সুখ
কেন আমি জানোয়ার হয়ে উঠছি
এই প্রশ্ন প্রতিদিন করে আমায় আয়না


আমি আস্তে করে ক্যালেন্ডারের আশ্বিন দেখি
অসুর নাশ হবে...ভেবেই ভাতঘুম


মেরুদন্ড নেই যখন...কেন কবিতা লিখছি?