চোখের দিকে তাকিয়েই বুঝেছি মই নেই সাগরে
এসো সন্তান আমার বুকে স্পর্শ করো আন্তরিকতা
আমি বিষণ্ণ বিকেলের পরিযায়ী পাখির স্রোত
একশো গালি আমার বুকে বিদ্ধ, এ যুগে ভীষ্ম মিথ
আমি না বলা সময়, বুঝেনি বেনোজল কোথায়
তাই ভুল কথায় তুমি সঠিক সঙ্গী বেছে নিলে ঔরস
একদিন আমিও মহাভারতের লৌহমানব হবো
তোমরা ভাববে স্বর্গ পেলো ধূপ


আমার শব্দরাই ব্রহ্ম, লেখা থাকবে মেলা কবিতাবৃক্ষে...