আজ আর বৃষ্টি নয়। এসো অনন্তে যাই।
শঙ্খ বাজুক, জলের আওয়াজ উঠুক সমুদ্রে।
পাহাড়ের অহংকার আমি নিয়েছি মেঘব্যাগে।
এসো আমরা ঘুমের পরে কী হয় ভাবি রোজ।
আমি তো সে হয়ে যাওয়া আত্মার শ্মশানকাঠ।
কেউ আমাকে চন্দনকাঠের মতো ঘষে নাও –
এখনও আমার গায়ে কবিতার ঘাম লেগে
এখন আমি কবিতাই লিখি
মৃত্যুর পরে।


এবার জন্ম হয়েছে কবিতা গ্রহে...