জীবন্ত অরণ্যের মাঝে
হেঁটে চলেছে জীবন।
ভেজা চুল
হাসি ছবি,
আর ইলিশের স্বাদ সংসারে।

এসব ভাবতে ভাবতেই
পাখি ডেকে ওঠে।
নতুন উপত্যকা খুঁজে পেয়েছে
হেঁটে চলা কবি।

অরণ্য গন্ধের চিকিৎসায় সুস্থ
ঘুম আদর জড়়িয়ে যাচ্ছে কবিতার ঘ্রাণে।