গল্প তৈরি হয় রোজ
কালে কালে জানা অজানা জন্ম হয়
জন্ম নেয় যাত্রা ট্রেন, ভিড় হয় ঘামে
সব লেখা তো এক নয়
বুঝতে বুঝতে বৃষ্টি নামে শহরতলিতে
শহুরে চিন্তারা বাজে বলে তুমিও চলে গেলে
লখিন্দর পেলো কী তার বনলতাকে
তবে বেহুলার শেষেও পরকিয়া কবিতা জন্মায়?
কঠিন না ভাললাগা লেখারা জন্মায়
কারণ এই অবুঝ বৃষ্টি বিন্দু একদিন
জন্ম দেবে নতুনের
এই কান্না সাগর জন্ম দেবে অজস্র পাখির
বিশ্বাস করো সে পাখি উড়বে মনবর্ষণের
নিম্নচাপের ঠোঁটে গাঢ় হোক লিপস্টিক
ট্রেনের টিকিটে লেখা গন্তব্য মনশূন্যপুর
চেকার কিন্তু যমরাজ
কবিতার সার, এ কবিকে অচ্ছুত করল বাংলা
কারণ সে নাকি অন্য ধর্মের কেক, মাংস খায়
এ বঙ্গে যৌনতা করা যায়, বলা যায় না
বললেই তুমি কবিতাবাদী...