আর তেমন ফিরে আসা হয় না সেভাবে।
তুমিও সুরের তালে মিলিয়ে গেলে বৃষ্টি রাতে
অনেক রাত তোমার জন্য জেগে থাকলাম – একলা বালিশে।
আর ফিরে আসা যায় না সেভাবে।
আমি এখন খবরহীন খবর হয়েছি, ভালবাসায়।
উড়ন্ত এক নাবিক মন, নীল সমুদ্রের মেঘে
খুঁজেই চলেছি বৃষ্টিকরবী।
মেঘেদের দেশ পেরিয়ে এলে তবেই মেলে তোমার খোঁজ।
সেই পথেই আমিও চলেছি এগিয়ে
আর কবিতার চোখ, ঠোঁটে ফিরতে পারব না,
আমিও তোমার স্তণ, চুল, শরীরের মতো কবিতা হবো...