আশাহীন এক আশা গ্রাস করছে ক্রমশ।
বৃষ্টির অনেক বর্জাঘাত বারংবার উপলব্ধিতে
আমি কী মানুষ! আমার জন্মটা বৃথা কেন!!
বুকে হাত দিল সিদ্ধ সময়,
বিশ্বাসের উপরেই বিশ্বাস রাখতে বলল।
আমিও জাগ্রত হলাম। উত্তরাধিকার। সফলতায়।
পাশ করেছি পরীক্ষায়। জরুরি সেবায় পাশ করেছি।
এই বিশ্বাস আমাকে শিখিয়ে দিল উত্তরণের নদীতে-
সাঁতার কাটতে হয় কেমন করে।
এই আউটপুট আসবে বলেই আমি চুপ করে
অপেক্ষা করেছিলাম আফ্রিকার জঙ্গলে।


আদিবাসীদের সেবায় আমি আবার ফিরে যাব।
আফ্রিকায় তো শঙ্কর থাকে -
আমি ফিরছি কলকাতার বাংলায়, এ শহরে
অজস্র আদিবাসী বাস গঙ্গার পাড়ে।


জারোয়ারা আসলে সভ্যতার শেষ কথা।