আমরা ধীরে ধীরে প্রাচীন হয়ে উঠছি,
শিকরের জন্ম হচ্ছে প্রতি কথায়।
অভিমানের মাটি ঠেলে দিচ্ছে গণবিলুপ্তির দিকে...
মানুষ, হায় তুমি ডাইনোসার হতে পারলে না।
একটা ভাঙা আয়নায় রূপচর্চা করে গেলে,
সুন্দর তো হলেই না, বরঞ্চ ভূতের নখ নিয়ে
মমি হয়ে গেলে চৌরাস্তার মোড়ে।
আমি তাই পাঁচ মাথায় গেলাম,
লোকটা আজও ঘোড়ায় চেপে দেখাচ্ছে দিশা
আরও উত্তরে উত্তর মিলবে রাজনৈতিক গদির
আমি গণবিলুপ্তির আগে কবিতা লিখতে চাই।


বৃষ্টিতে সমস্তটুকু মুছে গেল...
এখন আমার নামটুকুই কবিতা,
নামটাই শ্রেষ্ঠ কাব্য – আসলে জীবন বড্ড নাটুকে