রাস্তার ধারে বুনো ফুলে গাছ কবিতা লিখত
বাজার যাওয়ার পথে সেই পকেটগুলো দেখত না সময়।
তখন অনেক উপরি ইনকাম ছিল। মোটা ছিল স্বপ্নরা।


এখন অহংকার গেছে, পেনশনের মলমে হাঁটুতে ব্যথা।
সেই বুনো ফুল আজ গোলাপের মতোই সুন্দর,
বাড়ি ফিরে হাঁপিয়ে উঠতে হয়। কম খরচের অর্থ ও শরীর


একদিন সকলেই ব্রাত্য করে দেবে
একমাত্র নাতনি এসে বুনোফুল দিয়ে বলবে
“দাদু, শুভজন্মদিন...”