মহাভারতের ভেঙে যাওয়া রথের চাকা কোনারকে লাগিয়ে
অশ্বমেধের যুদ্ধ শেষ করে রাজা এলো জাগ্রত পাহাড়ে।
রবার্ট ব্রুসের মতো পুরু তখন অপেক্ষা করছে।
মুখেন মারিতং জগত- নয়, আলেকজান্ডার ফিরিয়ে দিল রাজাকে তার
রাজত্ব। আসলে বুশেফেলাস নামক ঘোড়াটির মাথা মহিষের মতো হলেও
মনটা কিন্তু অসুরের মতো নরম, তাই তো মা দুর্গার পায়ের তলায়
চির অপেক্ষমান।
ঘোড়ার মতো পুরুষের দল নারীর সাথে যুদ্ধ করে।
যে পুরুষ যুদ্ধ করে না নারীর সাথে, সে টিকে যায় সংসারে।


ঘোড়া তো দাঁড়িয়ে ঘুমায়। সংসারী পুরুষেরা ঘুমায় স্বপ্নে।