এমনই হয় বৃষ্টি নামলে শহরে
তোর হাত প্রসারিত এক প্রেম নামছে
আমার শরীর জুড়ে। এখানে প্রেম ধর্ম
হারিয়ে দেয় ঐ আগুন লাগানো রাস্তাঘাট
ভালবাসাই হচ্ছে পোষ্য মানুষের সম্পদ।
আমি বৃষ্টি হয়ে যাই প্রতিদিন তোর চিবুকে
আমি মানুষ হয়ে উঠি তোর ভেজা চুলে
প্রথমবার কবিতা বুঝতে পারি এই আষাঢ়ে...


তোকে দেখে ভুলে যাই জীবনের ভাষা রে...
শরীর জুড়ে তোর ভালবাসারা এগিয়ে চলুক
আমিও ফিরে আসি আমার ঘরে, জাতিহীন কবি
মন ছাড়া কোথায় থাকে ঈশ্বর আর নবি...


সবই মিশে যায় নদী থেকে সমুদ্রে,
জল হয়ে ওঠে পানি থেকে ওয়াটার
এসব জেনেও অশিক্ষিত ধান্দাবাজ – লাগাস ফায়ার।
ওরে ধর্মের গোড়ামিতে কিচ্ছু পাবি না
মানুষ হয়ে ওঠ। মানুষ না হলে পশুর মতো জঙ্গলে যা
এটা মানবতার পৃথিবী।


একবার ভিজে দেখ বৃষ্টিতে, তোর শরীরের রক্ত ধুয়ে যাবে
তুইও খুঁজে পাবি ভালবাসা। হিংসা নয় ভালবাসতে শেখ
শেষবার বললাম। এরপর আর বলব না, ভিজিয়ে দেব...


মরাগুলো দেখ, আমিও প্রেম করছি বৃষ্টিতে, ভালবাসাই থাকবে
তোদের মরণের দাঙ্গা ধুয়ে যাবে মেসোপটেমিয়া সভ্যতায়..