চুরি হয়ে যাওয়া হৃদয় জানে না কতটা দামী আমি
পাল্টাতে চেয়েছে সময়, বাকিটা জানেন অন্তর্যামী।
নেশাতুর সময়, নেশাতুর ভ্রম জীবনের আশায় তৃপ্ত
বেঁচে থাকা হাসনুহানার সরলতা আসলে বড়ই উদ্দীপ্ত।
তোমরা ছন্দ খুঁজেছ কাব্য গাঁথায়, মুচকি হাসির বাণ
কতটা খারাপ আমি হতে পেরেছি, কতটা আছে টান...
ঠান্ডা মাথায় হাজার খানেক নম্বর পাওয়াই দস্তুর আজ
জীবন জানে না কাল কী হবে, কালের ভয়ংকর সাজ।
কী করতে চাইছি, কেন করতে চাইছি, কিভাবেই চাই
সমস্ত প্রেমের শেষে শান্তিটা আসলে কোথায় যে পাই।
ভীতু প্রাণের ঝিনুক ফেলে আসো উঠে নৈমিত্তিক দিন
ভালবাসার জন্য রয়ে যায় অনন্ত এক প্রাচীনতার ঋণ।
এক সাথে ঘর করলেই চেনা যায় না মনের গ্রহ কথা
না বলা সবটুকু জানে বিশ্বব্রহ্মান্ডের গহীনতম নীরবতা।