ভুল বানানের সভ্যতায় আমিও ভুল
বাস্তব কিছু বললেই ভাবে হুল...
বাসি মুখে ঝগড়া করা আমার রক্ত
আমি বাজে, নিম্নগামী বিদ্রোহী ও শক্ত।
হাসতেও পারে সময় অপদার্থের মুখে
আরে আমি বাঁচতে জানি, নিজের সুখে...
টাকা নেই বলেই আনন্দে ঘুমিয়ে থাকি
ভদ্রমুখে কথা দিলে, সে কথাটুকু রাখি।
আমি না পাওয়াকে হ্যাঁ করতে জানি কাজে
আবার খিস্তি দিয়ে বললে – “এক্কেবারে বাজে।”


এটুকু লিখেই ডিলিট করতে যাচ্ছিল এক অপদার্থ
আমি তাকে বললাম, “নিজেকে আয়না দেখো একদিন
ভুল ঠিকের বেড়া পেরিয়ে কাব্য একদিন আলিঙ্গন করবেই”


আসলে সত্য হল মৃত্যু। যে বুঝে যায়, তার বিজ্ঞাপণ লাগে না।
ভাল কাজের বাহবা সময় দিয়ে যায় প্রতিটা সমগ্রকে...
বাংলা ভাষা নিষ্ঠুর নয় – অপদার্থের এক মিছিলে চললাম
আপনারাও আসুন। সৎ অপদার্থতা প্রয়োজন...