আষাঢ়ের ডিপ্রেসনে তুমি প্রচন্ডরকম জাগো মনে
খুবী দিলে তোমারই জায়গা রয়েছে প্রতি জোনে।


ইশারা নয় স্পর্শ চাইছে মন প্রাণ চিরকাল বৃষ্টি
কাল সারারাত ঘুম হয়নি প্রাণময় সেলফির দৃষ্টি।


লীলা নয়, ভালবাসাই সত্য, বাকি সবটুকু ম্লান
কবে তোমার ঠোঁট আমার হবে, সুখের সেনশেসন।


না জানা সেই চুল ছোঁয়া গন্ধরা আমার চিবুকে
সারাদিন অনেক কাজ, একবার তাকিও এদিকে।


পারিনি কিছুই, পারিনি নাজুক দিতে সুরলেখ্য ঘাম
ভালবাসা ছাড়া চাই না আমি আর কোনও বদনাম।


একটু ভালবাসাই চাই, সারাদিন আষাঢ়ে গল্প
আমিও জানি তুমিও ভালবাসছ ঐ অল্প স্বল্প।


দিন রাত উড়ে চলা মেঘে ইথার প্রেমের স্রোত
লখিন্দর দাঁড়িয়ে আছে বেহুলা, ইশারার সরবত।


সবকিছুতে কাম খুঁজো না, ইনাম অনেকরকম হয়
চাইছি আমার ইশক্ যেন আজীবন তোমাকে ভাবায়।


একটু শারমিলা হয়ে ব্লাস করতেই তুমি পারো
দুষ্টু মিষ্টি প্রেম, এবার প্লিজ তুমি শুরু তো করো।


সারা জীবন না-পাওয়া, হ্যাঁ-পাওয়া করলে কী চলে
বিরিয়ানি দিনে মনটা বৃষ্টিজ্বরে ইলিশের কথা বলে।


চলো ঐ পাহাড়ের নির্জনে বসে নদী জলকে শুনি
কবেই দেখবে স্লিম তুমি হয়েছো আমার টুনটুনি...