আমি পারিনি, তাই আমি চিৎকার করেছি নিজের মতো।
আমি চাইনি তাই আমি বলতে চেয়েছি নিজের কথাগুলো।
আকাশ থেকে নেমে আসা বৃষ্টিকন্যা বুঝতে চাইনি, কী বলেছি
কেন বলেছি, কখন বলেছি, কোথায় বলেছি, কিছুই বোঝেনি।
একা চেঁচিয়ে আমি এখন খড়ের মতো ভেসে চলেছি।
কচুরিপানার মতো সবুজ হলেও দাম নেই যৌবনের চির মরশুমের
তুমি তো বৃষ্টিকন্যা। সমুদ্রকে খুঁজে নিলে।
আমার লেখাকে কবিতা ভাবলে। একবারও নিজের মানলে না...


মানলে একা একা ভেসে যেতে না।
কান পাতলেই শুনতে পাবে আমার ক্রন্দন, বজ্রগর্ভের মাঝে
লুকিয়ে থাকে শক্তি।


শক্তি তৈরি হয় মনে...তুমি ভাবো মহাবিশ্ব