তুমি এসে দাঁড়ালে আমার ভাষার মাঝে
সমুদ্রের গহীনে স্মৃতিরা বেঁচে তো আছে।
এক সমুদ্র কঁচু সকালের প্রাতরাশ হলে
সারাজীবনে না পাওয়া একদম যায় চলে...  
আরেকটা ফোন আসছে বলে ফেরালে মুখ
বাঙালির নোনতা জল বড়ই জটিল অসুখ।
সমুদ্র কোনও চালাকি মানে না দিনরাত
তুমি শুধু আদুরে দিনে ঢেউ ঢেউ সংঘাত।
অজস্র দূষণ নিয়েও বেঁচে আছে সমুদ্র জল
ফিরিয়ে দেয় সমুদ্র সব, তবু অজস্র সম্বল।
আমরা তিন ভাগ ডাঙায় ব্যাঙের উত্তরদিন
নোনা কান্নায় ভরা সমুদ্র যে বিশ্ব প্রাচীন।


সমুদ্র দিনে আমি বালি হতে চাই শুধু গো
আমায় নোনা ভাবো, সাগর ভাবলেই বকব...
(সমুদ্র দিবসের শুভেচ্ছা)