চুরি হয়ে যাওয়া আমার সৃষ্টিকল্পে
লেগে আছে জীবন।

পঞ্জিকার ভবিষ্য সময়
যা বলতে পারে না,
এক শালিক, দুই শালিক
তা বলে যায় হাস্যকর মধ্যবিত্তের আয়ুতে।

পাঁচতারা হোটেলের জন্য শেরওয়ানি
স্যুট পরা চোখের চশমায় উত্তরীয়
কতটা বিখ্যাত করতে পারলো জানি না
তবে কিছু দিন পরে
খবরের কাগজের ঐ ঠোঙাতে
আমার ছবি ছিল।

চুরি যাওয়া সব কিছুই ভুলে যায় সময়,
মনে রাখে শুধু মিউজিয়ামের কিউরেটার,

পাঠকের মনে থাকা কবিতার দুটি পংক্তির মতোই।