আস্তরণের চাদরে শুয়ে থাকি।
বইয়ের মধ্যে রেখে দেওয়া বুকমার্ক
অনেক কাল ধরে আমাকেই ভালবেসেছে।
আমি তো কাছের ভালবাসাকে বুঝি না,
তাই নিজের মা বাবা আত্মীয়কে খারাপ বলি।


এটাই হয়তো নিয়ম।
যুগের নিয়ম।


স্বাধীনতার চশমায় আমি অন্ধ।
তাই পাপ করি, আবার পাপ করব।
আর রোজ কাঁদব ভালবাসা পেলাম না...


বুকমার্কের দিকে একবার তাকাও ভালবাসা