আমি মুক্তি চাই না
তোমার পায়ে লিখতে চাই কাব্য
তোমার আঁচলে
শত জন্মের দড়ির বন্ধন এগিয়ে চলা
মিশে যাওয়া সর্বস্তরে
এক পবিত্র ধর্ম তোমার আনন্দবাজারে
এক সুন্দর আবহাওয়া
বর্ষা নামুক
আমি মিলিয়ে যাব স্রোতের নদীতে
তুমি মিশবে সমুদ্র প্রেমে
পূর্ণ হোক সমস্ত কলা
পূর্ণ হোক মানবসভ্যতা


কিন্তু এই মুহূর্তে যে নারী ধর্ষিত হচ্ছে
তুমি ভগবান হলে তাকেও মুক্তি দাও