আমি বন্দেমাতারম শিখেছি অনেক আগে
তখনও রহমান স্যার আসেনি,
পরাধীন মন আজও বেঁচে বাঙালি মননে
কারণ ঐতিহ্যের কপালকুন্ডলা জাগ্রত সত্য
ভাবনারা কোনও কৃষ্ণকান্তের উইল নয়
জীবন তো নবকুমার


একবার ফিরে দেখ ভারতবর্ষ, বাঙালি বিশ্ব
মানুষ উৎসারিত ভালবাসা, আনন্দমঠ
এসো রথ ও ঈদের ভাইবোন
জাগুক বাবু মন, কারণ আমরা সকলে রাজা


সময়টা তো বিষবৃক্ষের, রাজসিংহের চোখে
যে মেয়েটি নৈহাটি থেকে উঠল সেও দেবী চৌধুরানী
হয়ে উঠবে?
এর উত্তর দেবে rajmohon's wife