রঙিন বাল্ব আর দামী খাবারের গন্ধে
নিশিপদ্মের বারান্দা একাকী জোনাকীর।

পথ শুরু ডুলুংয়ের পাশেই।
রাজা হেঁটে চলে রাজস্থান থেকে যশবন্তপুর।

লোকারণ্য পেরিয়ে ফিরতে হবে সিগারেট বারান্দায়।
রঙিন বাল্ব কমে এলে
কালা চশমায় মুখ দেখতেই ভালোবাসি
নিজ ঔরসের।

কেক না মায়ের হাতের পায়েস
কোনটা বেশি কাছের?
সে সব বুঝতে একবার শালপাতার ঝিঁঝিদের সাথে
বোঝাপড়া করতেই হবে।