না জানা স্বপ্নেরা বালিতে, পাহাড়ে, অন্তরীক্ষে
রেখে আসা গন্ধরা তোমার চুলের মেঘসাগর...
নোনাগন্ধের মৎস্যকন্যা দীপ্তি ছড়িয়ে বলেনি
“আমার হয়ে যাও”
যদি বলত, আমি তাচ্ছিল্য করতাম জীবন্ত কলরব
কারণ ঐ অন্তিম অনন্ত সুখ তো মৃত্যুসম শ্রেষ্ঠ
যা দিতে পারে অনুভূতি
কেবল তোমারই জন্য নষ্ট সাহিত্য লিখতে পারি
কেবল তোমার জন্য।