তুমি বিশ্বাস করো আমি তুচ্ছ
তোমার মাথা ঘুরে যাক আমি চাই না
আমি চাই না তোমার রবি ঠাকুরকে কেড়ে নিতে।
পারব না। তবে রবি ঠাকুরে সাহিত্য থেমে নেই-
এই কথাটা বুঝতে হবে। তুমি বুঝবে আমি জানি।
মেদহীন কবিতার মতো তোমার শরীর,
তোমার নবযৌবন। তোমার আশাভরা জীবনকাল।
তোমার পাখির বাসায় জন্মাক এক শ্বেত পদ্ম।
সেই পদ্ম তোমায় চিনিয়ে দেবে পথের দিশা।
তুমিও একদিন সমুদ্র সৈকতে এসে দাঁড়াবে,
হয়তো আমি থাকব না,
হয়তো তোমার সাথে বড়লোক বর ও সন্তান
ইংরেজি আদব কায়দা
তবু সেদিন তুমি আমার টু লাইনারই বলবে
তুমি আমার সাথেই কথা বলবে,
এই বিশ্বাস নিয়ে আমি উপহার দিলাম এই ডায়েরি,
তুমি পুড়িয়ে ফেলবে জেনেও দিয়ে গেলাম লেখ্য ভালবাসা।
হয়তো এক মুহূর্তের জন্য আমিও হয়ে উঠব রবি কবি।
সেটাই সব।
কারণ আমি যে তোমার আদর হতে চেয়েছি।
তোমার শত অপমান আমার কাছে প্রাপ্তি সমান,
বিশ্বাস করো
শ্রেষ্ঠ কবি হবো অন্য কোনও জন্মে...